শিশুর বিকাশ একটি জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়া। এক একটা বয়সে শিশুর এক একটা কাজ করা উচিত। একে বলে বিকাশের স্তর।
এটি সত্য যে সকল শিশু ভিন্ন এবং তাদের বিকাশ ও ভিন্ন হতে পারে। তবে, কিছু বিকাশ বয়সের ভিত্তিতে একই হওয়া খুবই স্বাভাবিক।
শিশুর স্বাভাবিক বিকাশ সম্পর্কে যদি আপনি অবগত থাকেন তবে তার বিকাশ জনিত যেকোন অস্বাভাবিকতা খুব সহজে আপনার চোখে পড়বে।
এবং যে কোন অস্বাভাবিকতায় আপনি দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারবেন।এ ক্ষেত্রে আপনি মায়ার ডাক্তারের পরামর্শ নিতে পারেন।
১ বছর বয়সে শিশুর বিকাশের গুরুত্বপূর্ণ ধাপগুলো নিয়ে বিস্তারিত জানতে পুরো লেখাটি পড়ুন।
১ বছর বয়সে বেশীরভাগ শিশু কি করে:
আপনার সন্তান কিভাবে খায়, শেখে, কথা বলে, কাজ করে, এবং চালচলন আপনার সন্তানের বিকাশ সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র প্রদান করে।
গুরুত্বপূর্ণ মাইলফলক হচ্ছে এমন কিছু যা বেশীরভাগ শিশু একটি নির্দিষ্ট বয়সে করতে পারে।
বেশিরভাগ শিশু এ বয়সে-
শিশুর সামাজিক ও মানসিক বিকাশ
- অপরিচিত ব্যক্তি দেখলে লজ্জা পায় বা নার্ভাস হয়
- যখন মা বা বাবা দূরে গেলে কাঁদে
- প্রিয় জিনিস এবং প্রিয় মানুষ সম্পর্কে বোঝে
- কিছু পরিস্থিতিতে ভয় পায়
- যখন সে একটি গল্প শুনতে চায় তখন আপনাকে একটি বই দেখায়
- মনোযোগ আকর্ষণের জন্য শব্দ বা কোন ক্রিয়ার পুনরাবৃত্তি করে
- কাপড় পরানোর সময় হাত বা পা বের করতে সাহায্য করে
ভাষা/যোগাযোগ
- সহজ কথিত অনুরোধে সাড়া দেয়
- সহজ অঙ্গভঙ্গি ব্যবহার করে, যেমন “না” বোঝাতে মাথা নাড়ানো অথবা “বিদায়” দিতে হাত নাড়ানো
- স্বর পরিবর্তনের সাথে শব্দ করে
- “মা” এবং “দাদা” বলে এবং “উহ-ওহ!” শব্দ করে
- আপনি যা বলেন তা বলতে চেষ্টা করে
শিশুর বুদ্ধিবৃত্তিক বা কংগনিটিভ বিকাশ (শিখন, চিন্তাভাবনা,সমস্যা সমাধান)
- বিভিন্ন উপায়ে যেমন- কম্পন, ধাক্কা,নিক্ষেপ করে যে কোন জিনিস সম্পর্কে অনুসন্ধান করে
- সহজেই লুকানো জিনিস খুঁজে পায়
- নাম শুনলে সঠিক ছবি বা জিনিসের দিকে তাকায়
- অঙ্গভঙ্গি অনুকরণ করে
- কোন জিনিস সঠিক ভাবে ব্যবহার করতে শিখে যেমন- চিরুনি দিয়ে চুল আঁচড়ান, কাপ দিয়ে পানীয় পান ইত্যাদি
- দুটি জিনিস একসাথে করে শব্দ করতে পারে
- পাত্র থেকে জিনিস রাখতে এবং উঠাতে পারে
- সাহায্য ছাড়া অনেক কিছু করতে চেষ্টা করে
- খালনা তুলে নেওয়ার মত সাধারণ নির্দেশিকা মেনে চলে
১ বছর বয়সে শিশুর শারীরিক বিকাশ
- সহায়তা ছাড়া বসতে যায়
- ধরে দাড়াতে পারে এবং আসবাবপত্র ধরে হাঁটার চেষ্টা করে
- কেউ কেউ সাহায্য ছাড়া দু এক ধাপ হাটতে পারে
- কেউ কেউ দাঁড়িয়ে থাকতে পারে
শিশুর বিকাশ বাধাগ্রস্থ হলে কখন ডাক্তারের কাছে যাবেন?
দ্রুত ডাক্তারের পরামর্শ নিন যদি আপনার সন্তান-
- হামাগুড়ি বা ক্রল না করে
- সাহায্য ছাড়া দাড়াতে না পারে
- আপনাকে কিছু লুকাতে দেখে তা অনুসন্ধান না করে
- “মা” বা “দাদা” এর মত ছোট ছোট কোন শব্দ না বলে
- মাথা নাড়ানো বা মাথা নাড়ানোর মত অঙ্গভঙ্গি না শেখে
- কোন কিছুর দিকে ইঙ্গিত না করে
- তার আগের দক্ষতা হারিয়ে ফেলে
আপনার সন্তানের বর্ধন ও বিকাশ সংক্রান্ত যে কোন সংশয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিন। শিশুর ৯, ১৮ ও ৩০ মাস বয়সে বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করিয়ে নিতে পারেন। যদি কোন অস্বাভাবিকতা ধরা পড়ে তবে অটিজম সংক্রান্ত পরীক্ষার জন্য ১৮ ও ২৪ মাসে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।
তথ্যসূত্র,